ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে বরিশাল বিশ্ববিদ্যালয়

ববি প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৭, ২৩ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

অবশেষে গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বুধবার (২২ জানুয়ারি) এক অফিস আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এরআগে গত ২৩ নভেম্বর গুচ্ছ পদ্ধিতে ভর্তি পরীক্ষা থেকে সরে আসার প্রাথমিক নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। 

চূড়ান্ত সিদ্ধান্তে অফিস আদেশে বলা হয়, গত ২১ জানুয়ারি মঙ্গলবার রাত ৯টায় অনুষ্ঠিত হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। একাডেমিক কাউন্সিলের ৪৮-তম (জরুরি) সভায় গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে স্মাতক (সম্মান)র ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে অর্থাৎ নিজস্ব ব্যবস্থাপনায় গ্রহণ করবে।

উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, আমরা গুচ্ছ থেকে সরে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে চাই। ইতোমধ্যে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নোটিস আকারে জানিয়ে দিয়েছি। এর আগে আমরা এ নিয়ে বেশ কয়েকবার আলোচনা করেছিলাম। শিক্ষকেরা এ ব্যাপারে জোরালো সমর্থন দিয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি