নিজামীর রিভিউ আবেদনের শুনানি আজ
প্রকাশিত : ০৯:১১, ৩ মে ২০১৬ | আপডেট: ০৯:১১, ৩ মে ২০১৬
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদনের শুনানি আজ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে এই রিভিউ আবেদনের শুনানি হবে। বেঞ্চের অন্য তিন বিচারপতি হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গত ২৯ মার্চ রিভিউ আবেদন করেন নিজামীর আইনজীবীরা। এতে মোট ৪৬টি কারণ দেখিয়ে ফাঁসির রায় বাতিল করে খালাস ও অভিযোগ থেকে অব্যাহতি দেয়ার আবেদন জানানো হয়। মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদন্ড বহাল রেখে গত ৬ জানুয়ারি নিজামীর মামলায় রায় দেন আপিল বিভাগ। আর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় গত ১৫ মার্চ।
আরও পড়ুন