ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

নিজামীর রিভিউ আবেদন দ্রুত শুনানীর জন্য রাষ্ট্রপক্ষের আবেদন

প্রকাশিত : ১৪:৪৯, ৩০ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:৪৯, ৩০ মার্চ ২০১৬

Nizamiমানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন দ্রুত শুনানীর জন্য চেম্বার বিচারপতির কাছে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ । আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল। এর আগে গতকাল আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন নিজামী। এই যুদ্ধাপরাধীর পক্ষে তার ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন আবেদনটি আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জমা দেন। ৭০ পৃষ্ঠার আবেদনে নিজামীর পক্ষে ৪৬টি যুক্তি তুলে ধরে মৃত্যুদন্ড থেকে খালাস চেয়ে রায় পুনর্বিবেচনার কথা বলা হয়েছে। এর আগে, ১৫ মার্চ নিজামীর আপিলের চূড়ান্ত রায়ের কপি প্রকাশ করেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি