ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিজামী আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছেন

প্রকাশিত : ১৩:০১, ২৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:০১, ২৯ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

যুদ্ধাপরাধে ফাঁসির সাজাপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছেন। নিজামীর পক্ষে তার ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন মঙ্গলবার এ আবেদনটি আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জমা দেন। ৭০ পৃষ্ঠার আবেদনে নিজামীর পক্ষে ৪০টি যুক্তি তুলে ধরে মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে রায় পুনর্বিবেচনার কথা বলা হয়েছে। এর আগে গত ১৫ মার্চ প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতি নিজামীর আপিলের চূড়ান্ত রায়ের কপি প্রকাশ করেন। ১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী ও উসকানিদাতাসহ মানবতাবিরোধী তিনটি অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে নিজামীর করা আপিল খারিজ করে গত ৬ জানুয়ারি এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার প্রায় আড়াই মাস পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। একই অভিযোগে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদন্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের রায় বাতিল চেয়ে তাকে বেকসুর খালাস দেয়ার আবেদন জানিয়ে ওই বছরের ২৩ নভেম্বর আপিল করেন নিজামী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি