নিজামী এবং মুজাহিদের জন্য বরাদ্দকৃত প্লট বাতিল
প্রকাশিত : ১৬:৩৯, ১৩ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:৩৯, ১৩ জুলাই ২০১৬
যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামী এবং আলি আহসান মুজাহিদের জন্য বরাদ্দকৃত প্লট বাতিল করা হয়েছে বলে জানিজেয়ছেন গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
গেল ১০ মে নিজামী এবং গেল বছরের ২১ নভেম্বর মুজাহিদীর ফাসিঁ কার্যকর করা হয়। বুধবার সচিবলায় মন্ত্রনালয়ের সভাকক্ষে মন্ত্রী জানান, বাতিল করা প্লট বা ফ্লাটে ডেভলপার কোম্পানি কাজ করে থাকলে তারা তাদের অংশ পাবে বলেও জানান মন্ত্রী। বাকী অংশ সরকার নিয়ে নেবে। এছাড়াও সাড়ে আট শাতাংশ সুদে রাজউক কর্তৃক বরাদ্দকৃত ফ্লাট গ্রহিতাদের ঋন সুবিধা দেবে র্স্ট্যার্ন্ডাড ব্যাংক লিমিটেড। এনিয়ে রাজউক,গনপূর্ত মন্ত্রনালয় এবং স্ট্যার্ন্ডড ব্যাকের মধ্যে তৃপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়।
আরও পড়ুন