নিজামী-পত্নীর পরিচালনাধীন প্রতিষ্ঠানে বৈঠকের সময় জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মী আটক
প্রকাশিত : ১৮:৪১, ১৯ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৪৪, ১৯ আগস্ট ২০১৬
রাজধানীর মেরুল বাড্ডায় মৃত্যুদন্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধী নিজামী-পত্নীর পরিচালনাধীন শিক্ষা প্রতিষ্ঠানে বৈঠকের সময় জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের ৩ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া হিজবুত তাহরীরের কর্মী সন্দেহে কলেজ শিক্ষককে যশোর থেকে আটক করেছে ডিবি।
ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, মেরুল বাড্ডার এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ’সময় জামায়াত শিবিরের ১৮ নেতাকর্মীকে আটক করা হয়।
যুদ্ধাপরাধী নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামীর পরিচালনাধীন এই প্রতিষ্ঠানটিতে কি উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিলো, তা জানতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান গুলশান জোনের ডিসি।
চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে ফরহাদ, ইমরান ও আহমেদ রনি নামে আনসারুল্লাহ বাংলা টিমের তিন কর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরিকল্পনা ও সাংগঠনিক কর্মকান্ড জোরদার করতে তারা বিভিন্ন স্থানে বৈঠক করছিলো বলে জানায় পুলিশ।
হিজবুত তাহরীরের কর্মী সন্দেহে ঝিনাইদহের সরকারি নূরুন্নাহার মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক সাদিকুর রহমান ওরফে পলাশকে যশোর থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার রাতে আটকের সময়, তার ব্যবহৃত কম্পিউটার, পেনড্রাইভ ও বেশ কিছু জিহাদি বই
আরও পড়ুন