ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিজের গোপন কথা ফাঁস করলেন পরিণীতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২১, ১৯ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:০৯, ১৯ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

প্রত্যেক মানুষের জীবনেই কিছু গোপনীয় বিষয় থাকে। কখনও সেটি প্রকাশ্যে আসে, আবার কখনও সেটি অধরাই থেকে যায়। কিন্তু সেই গোপন কথা যদি নিজেই শেয়ার করেন কোনো তারকা? তাহলে তো কোনো কথাই নেই।

ঠিক পরিণীতি চোপড়ার এমনটাই হয়েছে। সম্প্রতি পরিণীতি ফাঁস করেছেন তার জীবনের গোপন কথা। ২০১৬-এ একঝাঁক বলি তারকা মার্কিন মুলুকে ট্যুরে গিয়েছিলেন। সেই দলে পরিণীতির সঙ্গে ছিলেন আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, আদিত্য রায় কাপুর, বরুণ ধবন, সিদ্ধার্থ মলহোত্রা, করণ জোহর প্রমুখ। সেখানে গিয়ে নাকি প্রথম মদ্যপানের অভিজ্ঞতা হয় পরিণীতির।

সম্প্রতি নেহা ধুপিয়ার একটি টক শো-তে এসে তিনি বলেন, ‘আমাদের স্বপ্নের টিম ছিল সেটা। সবাই পার্টির মুডে ছিল। আমরা একটা ক্লাবে গিয়েছিলাম। সবাই জোর করছিল, ড্রিঙ্ক করতেই হবে।

পরিণীতি জানিয়েছেন, কিছুক্ষণ পর বন্ধুরা জানতে চেয়েছিলেন আমি ঠিক আছি কিনা। সে মুহূর্তে কোনো সমস্যা হয়নি। তবে সেই রাত থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত নাকি নেচে গিয়েছিলেন পরিণীতি।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি