ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিজের প্রেমিক সম্পর্কে দীঘি যা জানালেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪, ২ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

শিশুশিল্পী থেকে তারকা খ্যাতি পাওয়া চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির মাঝে মাঝেই প্রেমের খবর ছড়ায়। তার মতো সুন্দরী অভিনেত্রী প্রেম ছাড়া থাকবেন, এটা স্বাভাবিকভাবেই মানুষ বিশ্বাস করতে পারেন না। তবে কারো সাথেই এখন প্রেম করছেন না তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে এসব কথা জানান দিঘি।

এক প্রশ্নের জবাবে দিঘী বলেন, আমি কারো সাথে প্রেম করছি না। প্রথমত কথা এইটা। দ্বিতীয়ত আমার বিয়ে করার কোন প্ল্যান বা ইন্টেনশন এখন একদমই নেই।  আমি ১০ বা ১৫ বছর আগে বলেছি ১৫ বছর পর বিয়ে করবো। কিন্তু এখনো আবার বলি যে, হ্যাঁ ১০-১৫ বছর পরে বিয়ে করবো।

তিনি আরও বলেন, কারণ আমার মনে হয় যে বিয়েটা একদম শেষে গিয়ে করবো। যখন আসলে মনে হবে আমার ক্যারিযারে সব অর্জন করা শেষ। আমার আর অর্জন করার মতো কিছুই নেই। তখন আমি বিয়ে করার দিকে এগিয়ে যাবো।

শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে তিনবার অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এখনও দর্শকদের চোখে ভাসে সেই ছোট্ট দীঘির অভিনয় আর কানে বাজে তার মিষ্টি সংলাপ।

চিত্রনায়িকা হিসেবে দীঘির শুরু নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর হাত ধরে। তার নির্মিত ‘তুমি আছ, তুমি নাই’ ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় রেণু চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি