ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নিত্যপণ্যের চরম সংকট, দেশ ছেড়ে পালাচ্ছে সুদানিরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৪, ২৬ এপ্রিল ২০২৩

গৃহযুদ্ধের জেরে আন্তর্জাতিক মানবিক সহায়তা বন্ধ হওয়ায় সুদানজুড়ে দেখা দিয়েছে খাবার, পানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট। দেশ ছেড়ে পালানোর কথা ভাবছেন অসংখ্য সুদানি।  

৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে লড়াইয়ের তীব্রতা কিছুটা কমলেও দেশটির বেশ কিছু জায়গায় এখনও শোনা যাচ্ছে গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ। 

এ অবস্থায় সুদান থেকে প্রতিবেশী দক্ষিণ সুদান ও চাদে আড়াই লাখের বেশি মানুষ আশ্রয় নিতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

যোদ্ধারা একটি গবেষণাগারের দখল নেওয়ায় বিভিন্ন প্রাণঘাতী ভাইরাস ছড়াতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

অন্যদিকে আটকেপড়া বিদেশিদের নিরাপদে সরিয়ে আনতে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে বিভিন্ন দেশ। নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিচ্ছে ভারতও। ২৭৮ জনকে উদ্ধারের খবরও জানিয়েছে ভারতীয় নৌবাহিনী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি