ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

নিরাপত্তা সংলাপে অংশ নিতে দিল্লিতে মার্কিন দুই মন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯, ২ নভেম্বর ২০২৩

ইন্দো-প্যাসেফিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে আলোচনা করতে দিল্লি সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

স্থানীয় সময় বৃহস্পতিবার প্রথমে তারা ইসরায়েল সফর করবেন, সেখান থেকে দিল্লি যাবেন। দিল্লিতে ভারত-যুক্তরাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সংলাপে অংশ নেবেন তারা।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে ওই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা এবং দু’দেশের মধ্যকার কৌশলগত সম্পর্কের বিষয়ে আলোচনা করবেন। 

এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাত নিরসনের বিষয়টিও গুরুত্ব পাবে তাদের আলোচনায়। 

ভারত ও যুক্তরাষ্ট্র উভয়ই কোয়াডের সদস্য।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি