নিরাপদ সড়কের দাবিতে জাবিতে মানবন্ধন
প্রকাশিত : ১৬:৫৪, ৩ জুলাই ২০১৮
সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক শিক্ষার্থী এসএম শাহরিয়ার সৌরভ (সেজান) এর স্মরণে ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও শোক র্যালি করেছে বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অমর একুশ’র পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভূগোল ও পরিবেশ বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. শাহেদুর রশীদ বলেন: ‘আমাদের প্রিয় ছাত্র সেজানের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ভূগোল ও পরিবেশ বিভাগের পক্ষ থেকে তার পরিবার এবং সদ্যবিবাহিত স্ত্রীর প্রতি সমবেদনা জানাই।`
তিনি আরও বলেন, ‘এটি দুর্ঘটনা নয়, নীরব হত্যাকাণ্ড। সরকারের প্রতি আহ্বান জানাবো অতিদ্রুত যেন তারা আশু পদক্ষেপ গ্রহণ করে।’
এ সময় তিনি ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে অনুমোদনের বিরুদ্ধে ব্যবস্থা, চালকের বিচার এবং যথাযথ ক্ষতিপূরণের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ, সহকারী অধ্যাপক এবাদুল্লাহ খান, সহকারী অধ্যাপক রেজাউল রকীব, সহকারী অধ্যাপক বিবি হাফসা, সহকারী অধ্যাপক আনারুল হক মন্ডল, সহকারী অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়া শ্যামল প্রমুখ।
মানববন্ধন শেষে একটি শোক র্যালি বের হয়। র্যালিটি শহীদ মিনার প্রদক্ষিণ করে সমাজবিজ্ঞান অনুষদে গিয়ে শেষ হয়। এতে বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এসএইচ/
আরও পড়ুন