ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

নিরাপদ সড়ক দাবি রাবি শিক্ষার্থীদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৯, ২ আগস্ট ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে দেশব্যাপী চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নিরাপদ সড়কের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক মানবন্ধনে তারা এ দাবি জানান। সেই সঙ্গে শিক্ষার্থীদের দেওয়া ৯ দফা দাবি দ্রুত বাস্তাবায়নের আহ্বানও জানান তারা।

মানবন্ধনে বক্তারা বলেন, আমার দেশে আজ আমি নিরাপদ নই। দেশের সড়কে হাজার হাজার ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ি চলাচল করে কিন্তু পুলিশ প্রশাসন তার কোনও ব্যবস্থা নিচ্ছে না। ঢাকায় রাস্তার পাশে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর গাড়ি চালিয়ে হত্যা করা হলো। সরকার কোনও আইনি পদক্ষেপ নেয়নি বরং বিচারের দাবিতে শিক্ষার্থীরা রাজপথে নেমে প্রতিবাদ জানালে পুলিশ দিয়ে নির্যাতন চালানো হলো। এটাই কি বাংলাদেশের স্বাধীনতার মূল্য?

শিক্ষার্থীরা আরও বলেন, দেশে সড়ক দুর্ঘটনায় দুইজন শিক্ষার্থী মারা যায় আর আমাদের দেশের মন্ত্রী তা নিয়ে হাশি-তামাশা করেন। এটা একজন বাঙ্গালি হিসাবে লজ্জার।

এসময় শিক্ষার্থীরা যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ, রাস্তায় রক্ত ঝরে প্রশাসন নিরব থাকে, নিরাপদ সড়ক চাই ইত্যাদি প্ল্যাকার্ড  শিক্ষার্থীদের হাতে দেখা করা যায়।

এদিকে গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়  আজ বৃহস্পতিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছুটির ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের এমন পদক্ষেপে সমালোচনা করে শিক্ষার্থীরা বলেন, প্রশাসন কোন অধিকার বলে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলো তা আমরা জানতে চাই। এটা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান নয়। প্রশাসনের উচিত ছিলো শিক্ষার্থীদের সহযোগিতা করা। কিন্তু তারা তা করেননি বরং সরকারের পক্ষ অবলম্বণ করেছেন।

বিশ্ববিদ্যালয় যদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চলে তাহলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কোনও দরকার নেই বলেও মন্তব্য করেন শিক্ষার্থীরা।

চারুকলা অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাকিলা খাতুনের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম কনক, প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহবুবুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের হুসাইন মিঠু, পরিসংখ্যান বিভাগের নিয়ামুল ইসলাম, চারুকলার  আফিকুন্নাহার তানিয়া প্রমুখ।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি