ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নির্বাচনকালীন সরকার অক্টোবরে: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০০, ২০ জুন ২০১৮ | আপডেট: ১৪:৩৩, ২০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আগামী অক্টোবরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকার গঠনের আভাস দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণমাধ্যম কর্মীদের ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
আর তিন মাস পর নির্বাচনকালীন সরকার গঠনের সম্ভাবনার কথা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগামী অক্টোবরে নির্বাচনকালীন সরকার গঠনের সম্ভাবনা রয়েছে। তবে নির্বাচনকালীন সরকার হবে ছোট। বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রীর এখতিয়ারে।

বিএনপির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের জন্য মনোনয়নপত্র বিক্রি করছে। তাহলে জাতীয় নির্বাচনে অংশগ্রহণে সমস্যা কোথায়? সংবিধান অনুযায়ী, নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কোনো কিছু লঙ্ঘিত হচ্ছে কি না?

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি