ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের ছাপাখানায় ব্যস্ততা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৭, ১৬ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৭:৩২, ১৬ ডিসেম্বর ২০১৮

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন চট্টগ্রামের তিনশ’র বেশী ছাপাখানার শ্রমিকরা। রাত-দিন চলছে পোষ্টার-লিফলেটসহ নির্বাচনী বিভিন্ন উপকরণ ছাপার কাজ। এদিকে চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে বেড়েছে কাগজের দাম।  সব দল নির্বাচনে অংশ নেয়ায় এবার অন্তত: ১৫ কোটি টাকার ব্যবসা হবে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতীক বরাদ্দের পর থেকেই সরগরম হয়ে উঠেছে প্রেসপাড়া খ্যাত চট্টগ্রামের আন্দরকিল্লাহ। নির্বাচনের দিন ক্ষন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে ছাপাখানার ব্যস্ততা। নির্বাচনী বিভিন্ন উপরকণ ছাপাকে কেন্দ্র করে বেড়েছে কর্মচাঞ্চল্যতা। রাত-দিন সমানতালে চলছে ছাপাখানার মেশিন।

ছাপাখানার ব্যস্ততায় খুশী প্রেসমালিকসহ শ্রমিকরা।

এদিকে নির্বাচনকে ঘিরে ছাপাখানার ব্যস্তাতা বেড়ে যাওয়ায় কাগজের কাগজ-কালিসহ অনান্য উপকরণের চাহিদা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।

চাহিদা বাড়ার কারনে বাজারে কাগজের দাম বেড়েছে বলে জানান প্রেস মালিকরা।  তারা জানিয়েছেন, প্রতিরিমে কাগজের দাম বেড়েছে ২শ থেকে আড়াইশ’ টাকা। এজন্য সিন্ডিকেটকে দায়ী করলেন তারা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারপত্র ছাপার মধ্য দিয়ে এ খাতে অন্তত: ১৫ কোটি টাকার ব্যবসা হবে বলেও জানান এই ব্যবসার সাথে জড়িতরা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি