ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

নির্বাচনকে প্রভাবিত করতে এআই’র অপব্যবহার (ভিডিও)

আশরাফ শুভ

প্রকাশিত : ১২:০০, ১৭ ডিসেম্বর ২০২৩

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে মিথ্যা তথ্য ছড়িয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, সরকারি ও বিরোধী উভয় দলই এর শিকার।

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগের অনন্য আবিস্কার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। যা পৃথিবীজুড়ে রয়েছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে। মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কৃত্রিম উপায়ে যন্ত্রে প্রকাশিত হয় এটি।

তবে এআইয়েরও রয়েছে মুদ্রার এপিঠ-ওপিঠ। মানুষকে নানা গঠনমূলক কাজে সহায়তায় তৈরি হলেও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার চলছে বিশ্বজুড়ে।

বাংলাদেশের আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতেও ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার। সরকার এবং বিরোধী দলের বিরুদ্ধে ছড়ানো হচ্ছে ভুল তথ্য, ছবি এবং ভিডিও।   

ফিন্যান্সিয়াল টাইমস জানায়, এসব বিভ্রান্তিকর তথ্যচিত্র তৈরিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ বিভিন্ন দেশের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। অর্থের বিনিময়ে সেগুলো তৈরি করে দিচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম।

প্রতিকারে সামাজিক মাধ্যমগুলোতে নজরদারি এবং নির্ভরযোগ্য এআই শনাক্তকরণ টুলের ব্যবহারের তাগিদ বিশেষজ্ঞদের।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি