নির্বাচনি প্রচারে নামার নির্দেশ দিলেন ছাত্রলীগ সভাপতি
প্রকাশিত : ২০:১৩, ৩০ নভেম্বর ২০১৮ | আপডেট: ২০:২১, ৩০ নভেম্বর ২০১৮
একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের কাজে নেমে পড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। নিজ নিজ এলাকায় দিনে অন্তত একঘণ্টা করে নির্বাচনি কাজ করার জন্য সংগঠনের সবাইকে নির্দেশ দিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘আপনারা (ছাত্রলীগের নেতাকর্মীরা) দিনে অন্তত একঘণ্টা করে নিজ নির্বাচনি এলাকায় নৌকার প্রচারণা করুন। এলাকার চায়ের দোকানের আড্ডা থেকে শুরু করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বোঝান, কেন শেখ হাসিনাকে আবার প্রয়োজন। এটাও বোঝান, কেন ধানের শীষে ভোট দেওয়া যাবে না।’
বৃহস্পতিবার রাত দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে ’শিক্ষার্থী সংলাপ ও নির্বাচনি কর্মীসভা’ শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেজওয়ানুল হক এসব কথা বলেন। এই সভায় ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।
ছাত্রলীগ সভাপতি বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগের কর্মীদের নির্বাচনের প্রার্থীদের মতো কাজ করে নৌকাকে বিজয়ী করতে হবে। বিজয়ের মাসে যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সাম্প্রদায়িক শক্তির কাছে মাথানত করে, তাহলে এর দায়ভার পড়বে তরুণ সমাজের উপর। তাই আপনারা অনলাইনে আরও বেশি সক্রিয় হন। দিনে আট থেকে দশটি পোস্ট দেন। চারটি আওয়ামী লীগের উন্নয়ন নিয়ে, চারটি বিএনপি জামায়াতের দুঃশাসন নিয়ে।’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস বলেন, ‘নির্বাচনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসে থাকবেন। কোনোভাবেই যাতে জামায়াত-শিবির এবং ছাত্রদলের নেতাকর্মীরা এই ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি করতে না পারে।’
ঢাবির এসএম হলের সাবেক ছাত্রলীগ সভাপতি তাহসান আহমেদ রাসেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাপসের সঞ্চালনায় সভায় সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ ও হল শাখা ছাত্রলীগের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংলাপের অংশ হিসেবে হলের সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যা নিয়ে ছাত্রলীগ নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। ছাত্রলীগের নেতাকর্মীরা এ সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।
অা অা// এসএইচ/
আরও পড়ুন