ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নির্বাচনী উত্তাপের মধ্যে টানা রেকর্ড সংক্রমণ আমেরিকায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৭, ৬ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রকোপ উপেক্ষা করে আমেরিকাজুড়ে বইছে নির্বাচনী উত্তাপ। আর এতে করেই টানা দ্বিতীয় দিন রেকর্ড সংক্রমণ দেখলো দেশটি। গত একদিনেই ১ লাখ ১৮ হাজারের বেশি মার্কিনির করোনা শনাক্ত হয়েছে। যা আগে কখনো হয়নি। প্রাণহানি ঘটেছে আরও ১১শ’ জনের। তবে অনেকটা পিছিয়ে সুস্থতার হার। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ১৮ হাজার ২০৯ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৯৯ লাখ ১৯ হাজার ৫২২ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ১২৫ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ৪০ হাজার ৯৫৩ জনে ঠেকেছে। 

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪৮ হাজারের বেশি ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ৬৩ লাখ ৪০ হাজার অতিক্রম করেছে।  

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৯৮ হাজারের কাছাকাছি। যেখানে প্রাণহানি ঘটেছে ১৯ হাজার ৩০ জনের। ক্যালিফোর্নিয়ায় সংক্রমিতের সংখ্যা ৯ লাখ ৫৯ হাজারের কাছাকাছি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৭ হাজার ৮৬৪ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৮ লাখ ২৭ হাজারের বেশি। ইতোমধ্যে সেখানে ১৬ হাজার ৯৬৪ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৫ লাখ ৫৬ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে না ফেরার দেশে ৩৩ হাজার ৭৭০ জন ভুক্তভোগী। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৪ লাখ ৫৪ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১০ হাজার ৩১৩ জন। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৪ লাখের দোরগোড়ায়। এর মধ্যে প্রাণ ঝরেছে ৮ হাজার ৫৭৮ জনের।

নিউ জার্সিতে করোনার শিকার ২ লাখ ৫৩ হাজার প্রায়। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৫৩৭ জনের। এছাড়া ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি