ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

নির্বাচনী ফল সংক্রান্ত মামলায় ট্রাম্পের বিরুদ্ধে শুনানি শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ৭ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ০৮:৪৭, ৭ সেপ্টেম্বর ২০২৩

নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার ষড়যন্ত্র মামলায় এবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জর্জিয়ার আদালতে শুনানি শুরু হয়েছে। 

স্থানীয় সময় বুধবার শুনানি শুরু হয় ফুলটন কাউন্টি আদালতে।

প্রথম দিনের শুনানিতে ফুলটন কাউন্টি আদালত জানায়, আগামী সপ্তাহ থেকে ডোনাল্ড ট্রাম্পসহ এ মামলার ১৯ আসামিদের সাক্ষ্য নেয়া শুরু হবে। 

যৌথভাবে আসামিদের সাক্ষ্য প্রায় ৪ মাস ধরে চলবে বলে জানায় আদালত। কিভাবে আসামিদের একসঙ্গে সাক্ষ্য নেয়া যায় সে বিষয় নির্ধারণে প্রসিকিউটরকে ১০ দিন সময় দিয়েছে আদালত। এরপর দেড়শ’ প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নেয়া হবে।

এ মামলায় ভয়ভীতি দেখিয়ে ২০২০ সালের নভেম্বরে জর্জিয়া অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার ষড়যন্ত্রসহ ১৩টি অভিযোগ আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। 

এগুলোর মধ্যে ২০২০ সালের নির্বাচনের পরাজয় এড়াতে কর্মকর্তাদের চাপ প্রয়োগ এবং ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় কংগ্রেসে অনুমোদনকে ক্ষুণ্ন করতে ভুয়া ভোটারদের হাজির করার অভিযোগ রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি