ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

নির্বাচনের আগে বেলুচিস্তানের কোয়েটায় জারি ১৪৪ ধারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৩, ৪ ফেব্রুয়ারি ২০২৪

আসন্ন সাধারণ নির্বাচনের আগে 'নিরাপত্তা পরিস্থিতির' কারণে আগামী দুই দিনের জন্য কোয়েটায় ১৪৪ ধারা জারি করেছে বেলুচিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তান ভিত্তিক এআরওয়াই নিউজ এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, বেলুচিস্তান সরকার অস্ত্র প্রদর্শন ও মোটরবাইক নিষিদ্ধ করেছে। এআরওয়াই নিউজ অনুসারে, ২০২২ সালের নভেম্বরে সরকারের সাথে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসবাদী কার্যকলাপ বেড়েছে, বিশেষত খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং বেলুচিস্তান অঞ্চলে।

এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে এক দিনের মধ্যে বাজাউর, খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানের সিবি, কোয়েটা এবং চামান জেলায় তিনটি সহিংস ঘটনা ঘটেছে।

যার ফলে কমপক্ষে ছয়জন নিহত এবং তেরো জন আহত হয়েছে। মঙ্গলবার জিন্নাহ রোড সিবিতে একটি রাজনৈতিক দলের সমাবেশের কাছে বিস্ফোরণে চারজন নিহত ও পাঁচজন আহত হওয়ার পরে পুলিশ জানিয়েছে যে একটি মোটরবাইকে রাখা বিস্ফোরক পদার্থ থেকে বিস্ফোরণটি ঘটেছিল। পরে এলাকাটি ঘিরে ফেলা হয় এবং বোম ডিসপোজাল স্কোয়াডকে ডাকা হয়। এই ঘটনার পর থেকে সহিংসতা ছড়িয়ে পরতে থাকে। পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) দেশটির প্রায় ৫০ শতাংশ ভোটকেন্দ্রকে 'স্পর্শকাতর' বা 'সবচেয়ে স্পর্শকাতর' বলে ঘোষণা করেছে।

ইসিপি সূত্রে জানা গেছে, সারা দেশে ৯০,৬৭৫টি পোলিং স্টেশনের মধ্যে মোট ৪৬,০৬৫টি পোলিং স্টেশনকে 'স্পর্শকাতর' বা 'অতি স্পর্শকাতর' হিসেবে ঘোষণা করা হয়েছে। সূত্র - এআরওয়াই

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি