ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

নির্বাচনের সময় দয়া করে মাঠ ছেড়ে পালাবেন না: নাসিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৪, ২৫ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৮:৪৫, ২৫ ডিসেম্বর ২০১৭

আগামী ২০১৮ সালের নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। সেই নির্বাচনে মাঠ ছেড়ে না পালাতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ সোমবার দুপুরে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রী প্রদত্ত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

সংবিধান মেনেই আগামী নির্বাচন হবে জানিয়ে নাসিম বলেন, ‘নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। সংবিধান যে রায় দেবে, সেটাই আমরা মেনে নেব। খালেদা জিয়াকে অনুরোধ করব, নির্বাচনে আসুন। মাঠ ছেড়ে দয়া করে পালাবেন না। পালানোর অভ্যাস ত্যাগ করুন। মাঠে খেলা হোক, দেখেন কে জেতে কে হারে, রেফারি থাকবে নির্বাচন কমিশন।’

রোহিঙ্গাদের প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিয়ে আমরা কাজ করছি। খুব দ্রুতই তাদের ফেরত পাঠানো হবে। এ জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে। তা ছাড়া সরকার চুক্তি বাস্তবায়নে কাজ করছে।

স্বাস্থ্যমন্ত্রী অনুষ্ঠান শেষে সাতজন সাংবাদিককে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করেন। এ সময় মন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে আরো এক লাখ টাকা অনুদান ঘোষণা করেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আশেকউল্লাহ রফিক  এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি, জেলা প্রশাসক (ডিসি) আলী হোসেন, পৌর মেয়র মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল প্রমুখ।  

 এস/ এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি