ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

নির্বাচনে লড়বেন রোমারিও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৮, ১৮ মার্চ ২০১৮

ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোমারিও নির্বাচনে লড়বেন। দেশটির রাজধানী রিও ডি জেনেরিওর গভর্নর পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী অক্টোবরে ওই নির্বাচন অনুষ্ঠিত হবে।

১৯৯৪ সালে ফুটবল বিশ্বকাপ জয়ে ব্রাজিলের কান্ডারির ভূমিকা রাখেন রোমারিও। খেলা ছেড়ে তিনি রাজনীতির দিকে ঝুকেন। ব্রাজিলের সিনেটর হন।

রিও ডি জেনেরিও বর্তমানে ব্যাংক দুর্নীতি বেড়েছে। নির্বাচনে অংশ নিয়ে এসবের বিরুদ্ধে প্রচার চালাবেন রোমারিও। সেন্ট্রিস্ট পোদেমস পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন রোমারিও। শনিবার নির্বাচনে লড়ার ঘোষণা দিয়ে ৫২ বছর বয়স্ক রোমারিও বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তন অবশ্যম্ভাবী। রাজধানীতে নিরাপত্তা সবসময়ই বড় সমস্যা। তবে এখনকার মতো এতোটা কখনই ছিল না।

আমার রাজনীতি করার অভিজ্ঞতা নেই বললেই চলে। টিই আমাদের জীবনের প্রথম নির্বাচনী প্রতিদ্বন্দিতা। ‍সুযোগ পেলে জীবনের শিক্ষা ও অভিজ্ঞতা কাজে লাগাবো।

ব্রাজিলের এই তারকা ফুটবলারের বিরুদ্ধে সম্পদ গোপন করার অভিযোগে তদন্ত চলছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন রোমারিও।  

সূত্র : বিবিসি।

/এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি