ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস ইইউর: সিইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৭, ২৮ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে সব রকম সহায়তা করবে ইইউ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে এক প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সিইসি।

সিইসি বলেন, ভোট কবে হবে সে বিষয়ে আলোচনা হয়নি। তারা তো জানেন, হয় ডিসেম্বর অথবা আগামী বছরের শুরুতে। আমি তো এর বাইরে কিছু বলতে পারব না।

নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে ইইউ একমত উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, সংস্কারকে গুরুত্ব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে তারা মনে করে সংস্কারের সময়টা কম হয়েছে।

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইইউ।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি