ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

নির্বাচনে সহিংসতার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন বিএনপি নেতারা

প্রকাশিত : ১৫:৪৮, ১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:৪৮, ১ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

bnpইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন বিএনপি নেতারা। একইসঙ্গে রক্তক্ষয়ী নির্বাচন বন্ধেরও দাবি জানিয়েছেন তারা। জাতীয় প্রেসক্লাবে পৃথক আলোচনা সভায় এ’সব কথা বলেন বিএনপি নেতারা। চেয়ারপার্সনের উপদেষ্টা ওসমান ফারুক বলেন, নির্বাচনের ফলাফল পূর্ব নির্ধারিত। ইলেকশনের নামে সিলেকশন হচ্ছে। আরেক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান বলেন, দেশে নারী, শিশু নির্যাতন আর হত্যার উৎসব চলছে। নির্বাচনের নামে মানুষ হত্যা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি