ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নির্বাচন অংশগ্রহণমূলক হলে সব দলই কোনো না কোনো জোটে যাবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ১৫ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৪:২৭, ১৫ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

নির্বাচন অংশগ্রহণমূলক হলে সব রাজনৈতিক দলগুলোকেই কোনো কোনো জোটভূক্ত হয়ে নির্বাচন করতে হবে বলে মনে করছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের।

আজ সোমবার রাজধানীর ইমানুয়েল কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির এক যৌথ সভায় তিনি একথা বলেন। ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির নেতৃত্বাধীন রাজনৈতিক মোর্চার মহাসমাবেশ সফল করতে এ যৌথসভার আয়োজ করা হয়।

জি এম কাদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে আশা করছি। এমনটি হলে সব রাজনৈতিক দলকেই কোনো না কোনো রাজনৈতিক জোটের হয়ে নির্বাচন করতে হবে। কারণ সবাই ক্ষমতার কাছাকাছি থাকতে চায়।

তিনি বলেন, জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্ততি গ্রহণ করেছে। ২০ অক্টোবরের পর প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

জি এম কাদের বলেন, আগামী দিনে পল্লীবন্ধু এরশাদকে রাষ্ট্রক্ষমতায় দেখতে দেশের মানুষ উদগ্রীব। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

যৌথসভায় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি