ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নির্বাচন কমিশন পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে: রিজভী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ২৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

সরকারি হুকুমের ভয়ে নির্বাচন কমিশন অসহায় নীরব-নিশ্চল পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বলেন, একের পর এক নির্বাচনে ক্ষমতাসীনদের তল্পি বহন করছে নির্বাচন কমিশন। ২০ দলীয় জোটের নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের ঘরছাড়া করা, নির্বাচনি এলাকা ভোটারশূন্য করা কোনও শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষণ নয়।

রোববার বেলা ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী আরো বলেন, তিন সিটিতে সুষ্ঠু নির্বাচনের কোনও আলামত এখনও পর্যন্ত নেই, তবু শেষ পর্যন্ত নির্বাচনি লড়াইয়ে মাঠে থাকবে ধানের শীষের প্রার্থী। শাসক দল আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে নির্বাচন নিয়ে যে তামাশা করছে তার জবাব তো নির্বাচন কমিশনকেই দিতে হবে।’ তিন সিটি নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি যে খাতে প্রবাহিত হবে তা প্রতিহত করার ক্ষমতা সরকারের থাকবে না বলেও দাবি করেন রিজভী।

এই বিএনপি নেতা বলেন, জনগণ আর হাত গুটিয়ে চুপ করে বসে থাকবে না। সাইরেন বাজতে থাকবে সরকারের পতন না হওয়া পর্যন্ত। মানুষের ক্ষোভের উত্তাল প্রশ্নে নির্বাচন কমিশনকেও জবাবদিহি করতে হবে।

সিলেট সিটির ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ঋণবিষয়ক সহ-সম্পাদক আব্দুর রাজ্জাককে শনিবার (২৮ জুলাই) রাতে পুলিশ গ্রেফতার করেছে বলেও এ সময় অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, এর ৫ দিন আগে তার ছেলে রুমান রাজ্জাককেও পুলিশ আটক করে। সেখানে মিথ্যা ও বানোয়াট মামলায় ৮০ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি