নির্বাচন নিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও টিআইবির মতামত(ভিডিও)
প্রকাশিত : ০৯:০১, ৩ অক্টোবর ২০১৮ | আপডেট: ১০:২৩, ৩ অক্টোবর ২০১৮
নির্বাচন কমিশনসহ অংশীজনদের নিরপেক্ষতা নিশ্চিত করা গেলে, দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করে গবেষণা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল- টিআইবি। আওয়ামী লীগ নেতারা বলছেন, শর্ত না দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো যৌথ সিদ্ধান্তে আসতে পারে। আর বিএনপি নেতাদের দাবি, সাংবিধানিক অজুহাত তৈরি না করে, সংবিধান সংশোধনের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক।
সম্প্রতি রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার ও সুশাসন শীর্ষক কার্যপত্র প্রকাশ করে বেসরকারি সংস্থা টিআইবি। সংস্থার পক্ষ থেকে বলা হয়, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনে সংশয় থাকলেও তা অসম্ভব নয়।
টিআইবি’র নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক দলগুলোর শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার প্রবণতার কারনেই দেশে সুস্থ নির্বাচনী সংস্কৃতি তৈরি হয় নি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সংস্কৃতিতে দলীয় সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে এমন নজির নেই।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি আব্দুস সোবহান গোলাপ বললেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন মেনে নিলে, সমঝোতা আর রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনী পরিবশে তৈরি করতে আওয়ামী লীগের দ্বিমত নেই।
বিপরীতমুখী অবস্থান থাকলেও আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে মনে করেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা।
আরও পড়ুন