ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে কিনা আজ জানাবে ইইউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ২১ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ১৪:০২, ২১ সেপ্টেম্বর ২০২৩

সংঘাতের আশঙ্কা থাকলেও নির্বাচন কমিশন বা সরকার আমন্ত্রণ জানালে ছোট আকারে একটি নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। 

আজ বৃহস্পতিবার এ বিষয়ে ব্রাসেলস থেকে এ ধরণের সিদ্ধান্তের ঘোষণা আসবে। 

যদিও ঢাকায় সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে এখনও মতানৈক্য নেই। তবুও ছোট পরিসরে নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। 

এর আগে গেল জুলাইয়ে একটি প্রাক পর্যবেক্ষক দল বাংলাদেশ সফর করে সম্ভাব্যতা যাচাই  করে গেছে। প্রতিনিধি দলটি নির্বাচিন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, লজিস্টিকস ও নিরাপত্তার মত বিষয়গুলো মূল্যায়ন করে গেছে। 

সে সময় ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের সাথে দ্বাদশ নির্বাচনে কি কি গুনগত পার্থক্য আসতে পারে তার সদুত্তর খুঁজে গেছে দলটি। 

পূর্ণাঙ্গ সিদ্ধান্তটি আজ জানাবেন ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা দপ্তরের হাই রিপ্রেজেনটেটিভ ও ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেপ বরেল। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি