ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ হলে বিএনপিই সরকার গঠন করবে: দুদু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৫, ২১ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ হলে বিএনপিই সরকার গঠন করবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে মানববন্ধন করে স্বাধীনতা আন্দোলন পরিষদ। মানববন্ধনে শামসুজ্জামান দুদু বলেন, সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে ভারতের সহায়তা নিচ্ছে। ভারতের সেনাবাহিনী প্রধানের আবারো বাংলাদেশ সফর নিয়ে তিনি বলেন, ঘন ঘন সফরে দেশের গোপনীয়তা নষ্ট হচ্ছে। স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিমের বক্তব্যের প্রতিক্রিয়ায় শামসুজ্জামান দুদু বলেন, গ্রহণযোগ্য নির্বাচন হলে, জনগণ বিএনপিকেই বেছে নেবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি