ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নির্মাতা মোহাম্মদ নোমান আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ২৬ ডিসেম্বর ২০২৩

নির্মাতা মোহাম্মদ নোমান

নির্মাতা মোহাম্মদ নোমান

Ekushey Television Ltd.

ক্যানসারে আক্রান্ত হয়ে নাটক ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ নোমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ২৬ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর বায়োপসি রিপোর্টে লিউকোমিয়া ধরা পড়ে। 

মৃত্যুর আগে তিনি একদিন কোয়ান্টাম ফাউন্ডেশনের কাকরাইলের হাম্মাম দেখতে এসে তার মৃত্যু হলে এখানে গোসল করানোর অনুরোধ করে যান।

মরহুমের শেষ ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের কাকরাইলের হাম্মামে গোসল করিয়ে একটি জানাজা পড়ানো হয়। এরপর বাদ আসর শিল্পকলা  একাডেমিতে জানাজার পর নোয়াখালীতে নিজ গ্রামে কোয়ান্টামের ফ্রিজার ভ্যানে তাকে পাঠানো হয়। তার আত্মার অনন্ত প্রশান্তির জন্য সবার দোয়া কামনা করা হয়েছে। 
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি