ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নিলামে উঠছে এমপিদের জন্য আনা বিলাসবহুল ৩০ গাড়ি

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০২, ১৫ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৫:৩৩, ১৫ জানুয়ারি ২০২৫

অবশেষে নিলামে উঠছে শুল্ক মুক্ত সুবিধায় সাবেক সংসদ সদস্যদের জন্য আনা বিলাসবহুল ৩০টি গাড়ি। নিলামের সকল প্রস্তুতি শেষ করেছে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউজ।

আগামী ২১ জানুয়ারি নিলামের দরপত্র আহবান করা হবে।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ ভেঙে যাওয়ার কারণে আমদানী করা এসব গাড়ি ছাড়িয়ে নিতে পারেননি সাবেক সংসদ সদস্যরা। নিয়ম অনুযায়ী নিলামের আগে শুল্কসহ গাড়ি ছাড়িয়ে নিতে আমদানীকারকদের দু’দফা নোটিশ দেয়া হয়। কিন্ত এতে সাড়া মেলেনি। 

শুল্কমুক্ত সুবিধায় এসব গাড়ি আমদানি করেছিলেন ভেঙে যাওয়া জাতীয় সংসদের সদস্য সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, ময়মনসিংহের আব্দুল ওয়াহেদ, জামালপুরের আবুল কালাম আজাদ, চট্টগ্রামের সীতাকুণ্ডের এসএম আল মামুন, বাঁশখালীর মুজিবুর রহমান, খুলনার এসএম কামাল হোসেন, নওগাঁর সুরেন্দ্র নাথ চক্রবর্তী, সিরাজগঞ্জের জান্নাত আরা হেনরি, গাইবান্ধার শাহ সরোয়ার কবির, ব্রাহ্মণবাড়িয়ার এসএকে একরামুজ্জামান, নেত্রকোনার সাজ্জাদুল হাসান, ঝিনাইদহের নাসের শাহরিয়ার জাহেদী, যশোরের তৌহিদুজ্জামান ও সুনামগঞ্জের মুহাম্মদ সাদিক। 

বিদ্যমান শুল্ক আইন অনুযায়ী আমদানী করা প্রতিটি গাড়ির মূল্য ১০ থেকে ১২ কোটি টাকা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি