ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

নিশ্চিহ্ন হতে বসেছে ঐতিহ্যবাহী শুভাঢ্যা খাল [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮, ১৭ জুলাই ২০১৮

মরা খালে পরিণত হয়েছে ঢাকার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শুভাঢ্যা খাল। এক সময়ের খরস্রোতা এই খাল দিয়েই বড় নৌকা, লঞ্চ দিয়ে হতো পন্য পরিবহন। কালের বিবর্তনে খালের আশপাশের এলাকা দখল আর ময়লা ফেলায় খালটি এখন ময়লার ভাগাড়। আর চারপাশজুড়ে অস্বাস্থ্যকর পরিবেশ।

কেরাণীগঞ্জে ছোট বড় ৬৫টি খালের মধ্যে সবচেয়ে বড় ছিলো শুভাঢ্যা খাল। যা এখন মৃতপ্রায়।

একসময় স্বল্প খরচে দূর-দূরান্তে পণ্য আনা-নেওয়ার একমাত্র পথ ছিল খাল। বর্তমানে আশপাশের এলাকা দখল আর ময়লা ফেলায় ভাগাড়ে রূপ নিয়েছে খালটি। দুই পাড়েই অবৈধ স্থাপনা।

বিভিন্ন সময়ে খাল খননে কোটি টাকার বাজেট বরাদ্দ আর দখল দূর করার উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়ন হয়নি কিছুই।

শুভাঢ্যা খাল পুনোরুদ্ধারে এরই মধ্যে নকশা ও পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আর ব্যয় ধরা রয়েছে প্রায় ১ থেকে দেড় হাজার কোটি টাকা।

বার বার বরাদ্দ হলেও প্রশাসনের নজরদারির অভাব আর দখলদারদের দৌরাত্ম্যে পিছিয়ে যাচ্ছে খাল পুনরুদ্ধারের কাজ। এমন অবস্থায় কার্যকর পদক্ষেপের দাবি সচেতন মহলের।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি