ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নিষিদ্ধ ছাত্রলীগের দুইকর্মীকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ২১ নভেম্বর ২০২৪

নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে পুলিশের হাতে তুলে দিয়েছেন হাজী মুহাম্মদ মহসিন কলেজ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে এলে তাদের আটক করে নগরের চকবাজার থানা পুলিশে দেন শিক্ষার্থীরা।

ছাত্রলীগের দুই ও নেতা-কর্মী হলেন— সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের ডিগ্রি পাস কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানজিল হাসান ও একই বর্ষের ইসরাত জাহান।

তবে ছাত্রলীগের দুই সদস্যকে পুলিশের হাতে তুলে দেওয়ার বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ  মো. কামরুল ইসলাম। তবে উপাধ্যক্ষ বেণু আরা বেগমের দাবি, কলেজ প্রাঙ্গণে এ ধরনের  কোনো ঘটনাই ঘটেনি। 

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, আটক দুজনের বিষয়ে তথ্য যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে নগরের চান্দগাঁও ফরিদার পাড়া থেকে নাশকতার একটি মামলায় ছাত্রলীগের নগর কমিটির কার্যনির্বাহী সদস্য মো. ইছমাইল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১৭ নভেম্বর রাতে নগরের প্রবর্তক মোড়ে ঝটিকা মিছিল করার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগের দুই  নেতাকর্মী দিদারুল আলম ও মো. সজীবকে গ্রেপ্তার করে পুলিশ।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি