ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

নিষিদ্ধ রায় বাতিল, নির্বাচনে প্রার্থী হতে বাধা নেই ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১, ৫ মার্চ ২০২৪

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থীতার লড়াইয়ে অংশ নিতে আর কোনো বাধা নেই ট্রাম্পের। 

কলোরাডো অঙ্গরাজ্যের আদালত ট্রাম্পকে রিপাবলিকান প্রাইমারির ভোটে অংশ নেয়ার অযোগ্য ঘোষণা করে যে রায় দিয়েছিল তা বাতিল করেছে সুপ্রিম কোর্ট। 

স্থানীয় সময় সোমবার এ রায় দেয় আদালত। 

আদালত জানায়, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকদের হামলার প্রেক্ষাপটে তার ভোটে দাঁড়ানো নিষিদ্ধ করতে পারে না। 

ফেডারেল সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন, সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকারের পদে প্রার্থী হতে কাউকে অযোগ্য ঘোষণা করতে পারবে না কোনো অঙ্গরাজ্য। 

বিচারপতিরা বলেছেন, শুধু কংগ্রেস সংবিধানের এই অনুচ্ছেদ প্রয়োগ করতে পারে। ফলে কোনো রাজ্য এই অনুচ্ছেদ ব্যবহার করে কাউকে অযোগ্য ঘোষণা করতে পারবে না।

রায়ের পর সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘আমেরিকার জন্য এটা বড় জয়।’

আজ কলোরাডো অঙ্গরাজ্যে ভোট হওয়ার কথা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার দৌঁড়ে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন ট্রাম্প। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি