ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে মানুষের বিক্ষোভ

প্রকাশিত : ১২:০৪, ২০ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:০৪, ২০ নভেম্বর ২০১৬

নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। স্থানীয় সময় শনিবার কুয়ালামপুরের রাজপথে জড়ো হয় ১০ হাজারেরও বেশি বিক্ষোভকারী। এসময় বিক্ষোভকারীদের গ্রেফতার করে সমাবেশ প্রতিহত করার চেষ্টা করে পুলিশ। তবে পুলিশী বাধা উপেক্ষা করেই মিছিল করে তারা। পূর্ব ঘোষিত এ বিক্ষোভ ঠেকাতে আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল পুলিশ। রাষ্ট্রীয় তহবিল থেকে কয়েক বিলিয়ন ডলার হাতিয়ে নেয়ার অভিযোগে নাজিব রাজাকের বিরুদ্ধে গেল কয়েকমাস ধরেই বিক্ষোভ করে আসছে সংস্কারপন্থি সংগঠন বারশিসহ সরকারবিরোধীরা।  সরকার সমর্থকদের দাবি, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে পদচ্যুত করতে বিরোধী দলের মদদে এ বিক্ষোভ চলছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি