ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

নিষেধাজ্ঞা শেষ মধ্যরাতে, জেলেপাড়ায় খুশির আমেজ

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১০:৩৫, ২ নভেম্বর ২০২৩ | আপডেট: ১০:৩৬, ২ নভেম্বর ২০২৩

নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে ইলিশ ধরতে নামবে জেলেরা। জেলেপাড়ায় তাই খুশির আমেজ। তবে ডিম দিয়ে সাগরে চলে যাওয়ায় ইলিশ ধরা পড়া নিয়ে শঙ্কায় জেলেরা। মৎস্য বিভাগের দাবি, কর্মসূচি সফল হয়েছে, তাই বাড়বে ইলিশের উৎপাদন। 

প্রজনন মৌসুমে মা-ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। মধ্যরাত থেকে চাঁদপুরের জেলেরা নদীতে নামবে। 

নদীতে জাল নিয়ে নামলেও মাছ পাওয়া নিয়ে একদিকে শঙ্কা, অন্যদিকে সংসারের টানা পোড়নের মধ্যে জেলেরা । 

জেলেরা জানান, যদি নদীতে মাছ থাকে তবে পাবো, আর যদি মাছ না থাকে তাহলে দেনা থেকে যাবে।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, টাস্কফোর্সসহ প্রশাসনের সহযোগিতায় মা-ইলিশ সংরক্ষণ অভিযান সফল হয়েছে। এতে ইলিশের উৎপাদন বাড়বে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন, “এ অভিযানটা সফলতার মাধ্যমে শেষ হচ্ছে। ইলিশ সম্পদ রক্ষার জন্য এ অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে আবার মাছ ধরা শুরু হবে। মৎস্য ঘাট ও জেলেপল্লীতে উৎসব বিরাজ করছে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞা শেষে মাছের উৎপাদন বৃদ্ধি হবে পাশাপাশি জেলায় এক লাখ ৯২ হাজার মেট্রিক টন ইলিশের যে লক্ষ্যমাত্রা তা পূরণ হবে। 

জেলেরা জানান, নদীতে যাবার প্রস্তুতি নিচ্ছি, মাছ পেলে দেনা পরিশোধ করতে পারবো।

ভোলা জেলা মৎস কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, “আমাদের যে লক্ষ্যমাত্রা ১ লাখ ৯২ হাজার মেট্রিক টন তা পূরণ হবে এবং জেলেরা অনেক বেশি মাছ বলে আশা করছি।”

আনন্দের জোয়ার বইছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জেলে পল্লীতে। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন দ্বীপের লক্ষাধিক জেলে। ৪২টি ছোট-বড় ঘাট থেকে মাছ শিকারে নামবে জেলেরা। শেষদিনে মাছ ধরার ট্রলার ও বোটগুলো মেরামত এবং ঘাটের পাশে বসে জাল বুনতে ব্যস্ত তারা। 

এ মৌসুমে কম ইলিশ পাওয়ায় লোকসানে জেলেরা। নিষেধাজ্ঞার পর জালে ইলিশ মেলার আশা।

তারা জানান, অভিযানের পর নদীতে নেমে বেশি মাছ পাবো, এই আশা আমাদের।

এবারও নিষেধাজ্ঞা বাস্তবায়নে মাঠে ছিল উপজেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌপুলিশ। 

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী বলেন, “হাতিয়ার যে জেলে আছে তারা মোটামুটি সহযোগিতা করেছে কিন্তু অন্যান্য জেলা থেকে জেলেরা এসে মাছ ধরার চেষ্টা করেছে। তাদেরকে আটক করা হয়েছে।”

মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বাড়াতে গেলো ১১ অক্টোবর মধ্যরাত থেকে সমুদ্রে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি