ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

নিস শহরে নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর

প্রকাশিত : ১৫:১২, ১৭ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:১২, ১৭ জুলাই ২০১৬

নিস শহরে ট্রাক হামলায় ৮০ জন নিহতের পর এবার নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করেছে ফ্রান্স কর্তৃপক্ষ। নতুন করে মোতায়েন করা হয়েছে ১২শ’ রিজার্ভ পুলিশ। এ নিয়ে ফ্রান্সের বিভিন্ন শহরে নিরাপত্তা রক্ষায় কাজ করছে আইন-শৃঙ্খলাবাহিনীর ১ লাখ ২০ হাজার সদস্য। এরমধ্যে আমর্ড পুলিশের সংখ্যা ৯ হাজার। এদিকে দেশের নিরাপত্তার স্বার্থে নাগরিকদের রিজার্ভিস্ট হিসেবে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বার্নাড কাজেনিয়ুভ।   এছাড়া হামলাকারী মোহাম্মদ বুলেলের সঙ্গে জঙ্গি সংগঠনের সরাসরি সম্পৃক্ততা না পাওয়া গেলেও ফরাসী স্বরাষ্ট্রমন্ত্রী মনে করছেন খুব দ্রুত উগ্র জঙ্গিবাদে উদ্ভুদ্ধ হয়েছিলো সে। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে জরুরী বৈঠকের পর জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। নিহতদের স্মরণে দ্বিতীয় দিনের মতো চলছে রাষ্ট্রীয় শোক।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি