নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামে গুদামের আগুন
প্রকাশিত : ১০:২২, ২০ মার্চ ২০১৯
চট্টগ্রাম নগরীর সিটি গেইট এলাকায় ইলেকট্রনিক্স পণ্যের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রেণে এসেছে। আজ বুধবার ভোর পৌনে ৬টার দিকে অ্যারোমা সিঙ্গারের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে সকাল সোয়া ৭টায়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট কাজ করেছে। আগুন সকাল সোয়া ৭টায় নিয়ন্ত্রণে আসছে। এখন প্রায় শেষ পর্যায়ে আছে নির্বাপণের কাজ।
উল্লেখ্য, আজ বুধবার ভোর পৌনে ৬টার দিকে অ্যারোমা সিঙ্গারের গুদামে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ, বন্দর, কুমিরা ও বায়েজিদ স্টেশন থেকে আসে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১২টি ইউনিট।
গুদামটি এরোমা ও সিঙ্গার ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্যের বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরতরা।
তারা জানান, এতে পুড়ে গেছে এসি, টিভি, ফ্যান, সোলারসহ ব্যাপক পরিমানের আসবাবপত্র। তবে ঠিক কত টাকার পণ্য পুড়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এসএ/
আরও পড়ুন