ঢাকা, বুধবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৫

নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে, নিহত ৩

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:২০, ৫ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১২:০৬, ৫ ফেব্রুয়ারি ২০২৫

গাজীপুরের কালীগঞ্জে শসা বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। 

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নোয়াপাড়া মৈশাইর এলাকায় জয়দেবপুর-ইটাখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত চন্দ্র সরকার জানান, নরসিংদী থেকে শসা বোঝাই করে একটি পিকআপ জয়দেবপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালীগঞ্জের আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কের মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া হরিদেবপুর এলাকায় পৌঁছামাত্র গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পরে যায়।

সেখানে পানি থাকায় গাড়ির গ্লাস বা দরজা খুলতে না পাড়ায় ঘটনাস্থলেই তিনজন মারা যান। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘনটাস্থলে গিয়ে নিহতদের মৃতদহ উদ্ধার করে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তবে পিকআপের মালিক জানিয়েছেন, নিহতদের মধ্যে একজনের বাড়ি খুলনা, আর একজনের বাড়ি মাগুড়ায়। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি