ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নীতিহীন মওদুদরাই বিএনপির শীর্ষ নেতা: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ২ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৩:৩১, ২ অক্টোবর ২০১৮

পুরোনো ছবি

পুরোনো ছবি

Ekushey Television Ltd.

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অন্যের বাড়ি দখলের জন্য ভুয়া সার্টিফিকেট আদালতে জমা দিয়েছিলেন। এই লোকের কোনো নীতি নেই। এরা বারবার দল পাল্টান। এসব নীতিহীন লোকেরাই বিএনপির শীর্ষ নেতা।

আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাম্যবাদী দলের কেন্দ্রীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাদের বিরুদ্ধে পুলিশের মামলা দায়ের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা ২০১৪ সালে নির্বাচনের আগে যেমন নাশকতা করেছিল এবারও তেমনটা করতে পারে-এ তথ্য জানতে পেরেই পুলিশ তাঁদের বিরুদ্ধে মামলা করেছে।

নির্বাচন সামনে রেখে বিএনপি শীর্ষ নেতাদের বিরুদ্ধে কেন মামলা করা হলো-এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির শীর্ষ নেতাদের নমুনা এরাই। মওদুদ আহমদ অন্যের বাড়ি দখল করেছিলেন। এরাই হলের বিএনপির শীর্ষ নেতা। আওয়ামী লীগে এমন নেতা নেই।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি