নূর আলম জিকুর মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত : ২৩:৪৮, ২২ ফেব্রুয়ারি ২০১৯
ষাটের দশকের প্রখ্যাত ছাত্রনেতা, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ নূর আলম জিকুর বৃহস্পতিবার নবম মৃত্যুবার্ষিকী। ২০১০ সালের এই দিনে তিনি মারা যান।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আক্তার গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
নূর আলম জিকুর জন্ম ১৯৩৮ সালে কুষ্টিয়ায়। ১৯৬২ সালে তিনি ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নির্বাচিত হন। সিরাজুল আলম খানের নেতৃত্বে গঠিত স্বাধীন বাংলা নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয়ে মুক্তিযুদ্ধে আঞ্চলিক কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন জিকু। স্বাধীনতার পর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
নূর আলম জিকু ১৯৭৩ সালে জাসদের সাংগঠনিক সম্পাদক এবং ১৯৮৭ সালে সভাপতি নির্বাচিত হন। সর্বশেষ ২০০২ সাল থেকে ২০০৯ পর্যন্ত সভাপতি ছিলেন। ১৯৮৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করেন।
এসি