ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

নেইমারের গোলে উরুগুয়েকে হারাল ব্রাজিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ১৭ নভেম্বর ২০১৮

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে টানা পঞ্চম ম্যাচে জয় পেল ব্রাজিল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে নেইমারের গোলে জয় পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হারের হতাশা পেছনে ফেলে ফর্ম ফিরে পেয়েছে দলটি। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করেছিলো তারা। তবে, সুবিধা করতে পারেনি ।

প্রথম ১৪তম মিনিটে একক প্রচেষ্টায় দলকে এগিয়ে নেওয়ার দুটি সুযোগ তৈরি করেছিলেন নেইমার। প্রথমবার পিএসজি ফরোয়ার্ডের ফ্রি-কিক ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক। দ্বিতীয়বার তার দূরপাল্লার শট ক্রসবারের উপর দিয়ে যায়।

এরপর ২২তম মিনিটে প্রথম সুযোগ পায় উরুগুয়ে। ডি-বক্সের ঠিক বাইরে থেকে লুইস সুয়ারেসের জোরালো শটে বল গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারের একটু উপর দিয়ে যায়। বিরতির ঠিক আগে এদিনসন কাভানির কাছ থেকে নেওয়া শটও কর্নারের বিনিময়ে রুখে দেন আলিসন।

আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠা লড়াইয়ে গোলের দেখা মিলছিল না কিছুতেই। অবশেষে দ্বিতীয়ার্ধে ব্যবধান গড়ে দিলেন নেইমার। ম্যাচের ৭৫তম মিনিটে দানিলো ফাউলের শিকার হলে পেনাল্টি শটে বল জালে পাঠান নেইমার। জাতীয় দলের হয়ে ফুটবল বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের এটি ৬০তম গোল। এতে উরুগুয়েকে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিল ব্রাজিল।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি