নেইমারের পেনাল্টি না নেওয়ার কারণ জানালেন তিতে
প্রকাশিত : ১৪:৩৭, ১০ ডিসেম্বর ২০২২
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো নান্দনিক ফুটবলের দেশ ব্রাজিলকে। খেলায় ক্রোয়েশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে হেরে বিদায় নেয় নেইমারের দল।
নির্ধারিত সময়ে দুই দলের কেউই গোলের দেখা না পেলে অতিরিক্ত সময়ে নেইমারের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় ব্রাজিল। তবে ক্রোয়েট ফরোয়ার্ড ব্রুনো পেটকোভিকের দুর্দান্ত গোলে ১-১ সমতায় ফেরে ক্রোয়েশিয়া। এরপর টাইব্রেকারে গড়ায় ম্যাচ। কিন্তু সেলেসাওদের পোস্টার বয় নেইমার জুনিয়র টাইব্রেকারে শট নেননি। তবে কোচ তিতের দাবি, পঞ্চম শটের জন্যই নেইমারকে রেখেছিলেন তিনি।
কোচ তিতে বলেছেন, পঞ্চম শটটি বেশি গুরুত্বপূর্ণ। এটায় অনেক চাপ থাকে। সেই চাপ নেইমার নিতে পারবে। পঞ্চম শটের জন্য তাকে রাখা হয়েছিল।
কোচ বলেন, আমি পরিস্থিতি মূল্যায়ন করার অবস্থায় নেই। আপনারা খেলা দেখেছেন, বিচার করতে পারেন।
এমএম/