ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

নেইমারের সঙ্গে ১০ বার ফাউল! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১, ১৮ জুন ২০১৮ | আপডেট: ১৬:৫১, ১৮ জুন ২০১৮

বিশ্বকাপে যাদেরকে ফেভারিট ধরা হয় তাদের অধিকাংশই রয়েছে কোনঠাসা অবস্থায়। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ১-০ তে হেরে গেল মেক্সিকোর কাছে। আর্জেন্টিনার মতো গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলকে।   

ব্রাজিলকে ঠেকাতে বেশ ভালো প্রস্তুতি নিয়েই রবিবার রাতে মাঠে নামে সুইজারল্যান্ড। সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে প্রথম ম্যাচে ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমারের সঙ্গে ১০ বার ফাউল করা হয়েছে।

তারা আরও জানায়, শুরু থেকেই নেইমারকে টার্গেট করা হয়। পেছন থেকে একাধিকবার তার জার্সি টেনে ধরা হয়।

দ্বিতীয়ার্ধে নেইমারকে আরও বেশি করে ঠেকানোর চেষ্টা করা হয়েছে যাকে রীতিমতো হাস্যকর বলে আখ্যা দিয়েছে মার্কা।  

ব্যথায় কুঁকড়ে গেছেন নেইমার। হাসছেন সুইজারল্যান্ডের খেলোয়াড়েরা। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত সুইস খেলোয়াড়রা নেইমারকে ঘিরে রেখেছিল। তার পায়ে বল যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরতো। উপায়ন্তর না দেখে তার গেঞ্জি ধরেও টেনে ধরতে দেখা গেছে।  

ম্যাচের পূর্বে নেইমারের ফিটনেসের প্রশংসা করেছিল দলটি। কিন্তু নেইমারকে তারা এমন নিষ্ঠুর কৌশলে ঠেকাবে তা কে জানত! 

এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি