ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নেইমার-মেসি সম্পর্কে যা বললেন ফিফা সভাপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৩, ১৪ জুলাই ২০১৮ | আপডেট: ১৮:০৯, ১৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়া বিশ্বকাপের ফাইনাল আগামীকাল রোববার। এই ফাইনাল ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে রয়েছে কৌতুহল। ফাইনালের আগে শুক্রবার শুক্রবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো। এসময় নানান বিষয়ে কথা বললেন। এক পর্যায়ে উঠে আসে মেসি ও নেইমারের নামও।

ফিফা সভাপতি বলেন, ফ্রান্সের বিপক্ষে ম্যাচ জিতলে আজ মেসিই ফাইনালে থাকতে পারতেন। তিনি অসাধারণ একজন ফুটবলার। তার খেলা দেখে মুগ্ধ হয়েছে সবাই। কী অসাধারণ একটা গোল করেছেন। আশা করি, পরেরবার মেসি আবারও বিশ্বকাপে খেলতে আসবেন।’

নেইমারের অভিনয়ের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে ইনফ্যান্টিনো বলেন, এ ব্যাপারে আমি নেতিবাচক কিছু বলতে পারি না। নেইমার দারুণ একজন ফুটবলার। আশা করি পরবর্তীতে তিনি আরও ভালো ফুটবল খেলবেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি