ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নেকড়ের সঙ্গে সালমানের লড়াই (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৮, ১৬ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৫:৪১, ১৬ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

চারপাশ বরফে ঘেরা। মুখের সামনে তেড়ে আসছে ভয়ানক হিংস্র নেকড়ে। একটা নেকড়েকে সামলাতে না সামলাতেই আরও কতগুলো এসে হাজির। চারপাশে কেউ কোথাও নেই। কুঠার হাতে একাই প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন সালমান খান। তবে কাজটা মোটেও সহজ নয়। হিংস্র থাবা নিয়েই সালমানের উপর ঝাঁপিয়ে পড়ে রক্ত পিপাসু নেকড়ে।

এরপর কি হবে তা দেখতে হলে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। ওইদিন মুক্তি পাচ্ছে সালমান-ক্যাটরিনার ‘টাইগার জিন্দা হ্যায়’। টুইটে সিনেমাটির ভয়ঙ্কর এই দৃশ্য শেয়ার করেছেন পরিচালক আলি আব্বাস জাফর।

ইউটিউবেও দেখা যাচ্ছে ভয়ানক এই দৃশ্য। যা ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমাটি আরও কৌতুহলী করে তুলছে সালমান ভক্তদের।

জানা গেছে, অস্ট্রেলিয়ায় শ্যুট করা হয়েছে ভয়ানক এই দৃশ্য। এখানে কোনও গ্রাফিক্সের কারুকার্য নেই, পুরোটাই নাকি বাস্তব। এর জন্য নাকি বেশ কয়েকমাস ধরে নেকড়েদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। তারপরই স্টান্ট মাস্টার টম শ্রুথার্সের তত্ত্বাবধানে এ স্টান্টের দৃশ্য শুট করা হয়। শুক্রবার নেকড়েদের বরফের মধ্যে প্রশিক্ষণ দেওযার সেই ভিডিও পোস্ট করেছেন পরিচালক।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি