ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নেতানিয়াহু ও হামাস প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৬, ২১ নভেম্বর ২০২৪

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা প্রধান এবং হামাস নেতা ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) আদালত এ তথ্য জানিয়েছেন।

আইসিসির প্রসিকিউটর করিম খান গত  ২০ মে ঘোষণা করেছিলেন যে তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা এবং গাজায় ইসরায়েলি সামরিক প্রতিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত কথিত অপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা চান।

আইসিসির এখতিয়ার এবং গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল।

ইসরায়েল দাবি করেছে, তারা আল-মাসরি, যিনি মোহাম্মদ দেইফ নামেও পরিচিত, তাকে বিমান হামলা করে হত্যা করেছে। তবে হামাস এই দাবিটি নিশ্চিত বা অস্বীকার করেনি।

 এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি