ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

‘নেতৃত্ব দিতে নয়, সহযোগিতা করতে এসেছি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৬, ২৭ আগস্ট ২০২২

টাইগার ব্যাটিং কোচ সিডন্সের পাশে হাস্যোজ্জ্বল শ্রীরাম

টাইগার ব্যাটিং কোচ সিডন্সের পাশে হাস্যোজ্জ্বল শ্রীরাম

কোনো হেডকোচ ছাড়াই এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে এশিয়া কাপে টি-টোয়েন্টি দলের দেখভালটা, সবচেয়ে বেশি করবেন টেকনিক্যাল পরামর্শক হিসেবে সদ্যই বাংলাদেশ দলে নিয়োগ পাওয়া ভারতের সাবেক ক্রিকেটার ও অস্ট্রেলিয়ার সাবেক সহকারী কোচ শ্রীধরন শ্রীরাম। 

এর অর্থ- পুরো দলের প্রধান দায়িত্বটা সামলাতে হবে শ্রীরামকেই। তবে বাংলাদেশ দলে নিজের ভূমিকাটা পরিস্কার করলেন শ্রীরাম নিজেই।

এশিয়া কাপ খেলতে ইতোমধ্যে দুবাইয়ে অবস্থান করছে বাংলাদেশ দল। শুক্রবার দুবাইয়ে প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হন শ্রীরাম।

বাংলাদেশ দলে নিজের কাজ নিয়ে এই ভারতীয় বলেন, ‘দলে আমার ভূমিকা পরিষ্কার। আমার ভূমিকাটা হলো- রিসোর্স সমন্বয় করা। আমাদের খুব ভালো কয়েকজন স্কিলফুল কোচ আছেন। তারা যা করেন, তার ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমার কাজ মূলত অধিনায়ক, টিম ডিরেক্টরের সঙ্গে কাজ করা এবং স্কিলড কোচদের নিয়ে তিনটি বিগভাগকে একত্রে আনা।’

শ্রীরাম আরও বলেন, ‘অস্ট্রেলিয়া এবং আইপিএলে কাজ করে পাওয়া টি-টোয়েন্টি অভিজ্ঞতা কাজে লাগিয়ে কৌশল একত্র করা, যাতে রিসোর্স ঠিকঠাক কাজে লাগাতে পারি। আমি বলছি না, আমি দলকে নেতৃত্ব দিব, আমি দলকে শুধুমাত্র সহযোগিতা করব।’

টেস্টের মত টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরমেন্স ভালো নয়। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বাজে পারফরমেন্স বেশি চোখে পড়ছে। সদ্য জিম্বাবুয়ে সফরে প্রথমবারের মত টি-টোয়েন্টি সিরিজ হেরেছে টাইগাররা। এমন অবস্থায় বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটে কোচিংয়ে ব্যাপক সুনাম থাকা শ্রীরাম। 

তবে বাংলাদেশের এই খারাপ পারফরমেন্সকে মাথায় রাখতে চান না শ্রীরাম। তিনি বলেন, ‘আমি খোলা চোখ নিয়ে এসেছি। আমার কোনো পিছুটান নেই। টি-টোয়েন্টিতে সাম্প্রতিক পারফরমেন্স খারাপ বলা হচ্ছে, এটি আসলে আমার কাছে ‘আজই শুনলাম’ ধরনের ব্যাপার। আমি সবকিছু খোলা চোখে দেখছি, আমি দলকে একত্রিত করতে চাই, নতুন করে শুরু করতে চাই।’

তিনি আরও বলেন, ‘পরিসংখ্যান দেখেছি। উইকেট নেয়ার ক্ষেত্রে প্রথম ৩ উইকেট নেয়া গড় বিবেচনায় বিশ্বে আমরাই অন্যতম সেরা, প্রথম ৫ উইকেট নেয়ার ক্ষেত্রেও আমরা বিশ্বে অন্যতম সেরা। বাংলাদেশ অনেক কিছুই ঠিকঠাক করেছে। আসলে কি ভালো করতে পারেনি, সেটা দেখার বিষয় নয়, কি করেছে- সেটাই দেখার বিষয়। আমার নজর থাকবে স্বল্প সময়ে তাদের শক্তিমত্তার ওপর নির্ভর করা এবং সেগুলো বাড়ানো। যেগুলো ভালো করিনি, সে সব এমনিতেই ঠিক হয়ে যাবে, যদি আমরা প্রত্যাশামত সব কিছু করতে পারি।’

কিভাবে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়েছেন, সেটাও জানাতে ভুল করেননি শ্রীরাম। তিনি বলেন, ‘আমি সদ্যই ক্রিকেট অস্ট্রেলিয়ার দায়িত্ব ছেড়ে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (টিএনপিএল) ধারাভাষ্য দিচ্ছিলাম। তখন খালেদ মাহমুদ সুজন আমাকে ফোন করেন। আমাকে টেকনিক্যাল কনসালটেন্ট হিসাবে বাংলাদেশ দলে পাবার আগ্রহ দেখান তিনি। এরপর ঘটনাগুলো খুব দ্রুত ঘটে যায়। এখন আমি আপনাদের সামনে।’

প্রসঙ্গত, বাংলাদেশ দল এবারের এশিয়া কাপে তাদের প্রথম ম্যাচটি খেলবে আফগানদের বিপক্ষে, আগামী ৩০ আগস্ট (মঙ্গলবার)। এর একদিন পর, অর্থাৎ ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি