ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নেত্রকোণায় সেতুর অভাবে ২০ গ্রামের মানুষের ভোগান্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২১, ১০ এপ্রিল ২০১৭

একটি সেতুর অভাবে, প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে নেত্রকোণার সীমান্তবর্তী ২০ গ্রামের মানুষকে। জেলা সদরের সঙ্গে এ’সব এলাকার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম ভোগাই নদীর উপর বাঁশের সাঁকো। তবে, তার অবস্থাও নড়বড়ে। বছরের পর পর জীবনের ঝুঁকি নিয়েই চলছে পারাপার।

নেত্রকোণার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের ২০টি গ্রামের অবস্থান ভোগাই নদীর ওপারে। নদীর উপর সেতু না থাকায় জেলা সদরে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয় এ’সব গ্রামের মানুষদের। বাঁশের সাঁকো দিয়ে পারাপারের কারণে শিশু-কিশোর এবং রোগীদের নিয়ে পড়তে হয় বিপাকে।

যোগাযোগ ব্যবস্থার নাজুক দশার কারণে, এলাকায় উন্নয়নেরও তেমন ছোঁয়া লাগেনি। শিক্ষার ক্ষেত্রেও পিছিয়ে পড়ছে এ’সব গ্রামের মানুষ।

স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, একটি সেতু নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কোন উদ্যোগ নেই।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী বললেন, এ’ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মানুষের জীবনমানের উন্নয়নে ভোগাই নদীর উপর দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছে এলাকবাসী।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি