ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নেত্রকোনায় মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা নিয়ে সংঘর্ষ

প্রকাশিত : ১৫:৪৭, ২৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫৯, ২৮ মার্চ ২০১৭

নেত্রকোনায় মহিলা আওয়ামী লীগের সম্মেলনে কমিটি ঘোষণা নিয়ে সংঘর্ষের ঘটনায় দুই সাংবাদিকসহ ৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার শহরের মোক্তারপারে এ’ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে পাবলিক হলে মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। দুপুরে কমিটি ঘোষণার পর একদল উশৃঙ্খল যুবক মঞ্চের সামনে চেয়ার ছুড়াছুড়ি শুরু করে। সেসময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের উপর চড়াও হয় দুর্বৃত্তরা। এ’ ঘটনায় ইত্তেফাক ও প্রথম আলোর জেলা প্রতিনিধিসহ ৫ জন আহত হয়। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি