ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সহজ জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২, ১ এপ্রিল ২০২৩

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। 

টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করে ডাচরা। তবে ব্যক্তিগত ৪৫ রানে বিক্রমজিত সিংহ আর ১৮ রানে ম্যাক্স ও’ডাউড ফিরলে ছন্দপতন হয় নেদারল্যান্ডসের। 

৪৬ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৮৯ রান করে তারা। সর্বোচ্চ ৪৮ রান আসে তেজা নিদামানুরুর ব্যাট থেকে। 

জবাবে, মাত্র ২ উইকেট হারিয়ে ১২০ বল হাতে রেখে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ৭৯ বলে ৯০ রানে অপরাজিত থাকেন অধিনায়ক টেম্বা বাভুমা। অপরপ্রান্তে ৩৭ বলে ফিফটি করেন মারক্রাম। তাদের অবিচ্ছিন্ন ১০২ রানের জুটিতে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন প্রোটিয়া পেসার সিসান্দা মাগালা। 

এর আগে, বৃষ্টিকে পরিত্যক্ত হয় সিরিজের প্রথম ম্যাচ।

এই জয়ে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে এক ধাপ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। তবে এখনও কাটেনি শঙ্কা। নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ওভার-রেটের পেনাল্টি ছাড়া জিততে হবে তাদের। 

সেইসঙ্গে কামনা করতে হবে আগামী মে মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে আয়ারল্যান্ড যেন অন্তত একটি ম্যাচ হারে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি